নিটল মটরস লিঃ - অপারেটিং ডিভিশন
স্বপ্ন সমৃদ্ধির, সম্ভাবনা আগামীর
__________________________________________________________________________________
১। “প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির লক্ষে আমরা সকলে কাজ করবো” – এই উদ্দেশ্য নিয়ে প্রতিদিন নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে।
২। সম্মানিত ফিল্ড অফিসারদের তাদের নিজ নিজ আওতাভুক্ত কাস্টমারের মোবাইল নম্বর আপডেট করতে হবে এবং গতকাল যেসব কাস্টমার ভিজিট করা হয়েছে তাদের তথ্য ইনপুট দিতে হবে।
৩। ফিল্ড ইস্যু রিপোর্ট আপডেট হয়েছে কি না তা যাচাই করে দেখতে হবে। প্রতিষ্ঠানের উন্নতির স্বার্থে একটু সময় নিয়ে হলেও বিস্তারিত ফিল্ড ইস্যু রিপোর্ট/পার্টি/গাড়ি’র ছবি আপলোড করতে হবে।
৪। প্রত্যেক ফিল্ড অফিসারদের তাদের আওতায় থাকা ফাইল (কাস্টমার/গাড়ি) সমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। মনে রাখতে হবে, সকল কাস্টমারের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা ফিল্ড অফিসারদের একটি গুরু দায়িত্ব।
৫। ফার্স্ট পার্টি/ সেকেন্ড পার্টি/ থার্ড পার্টি/ ফাইল ট্রান্সফার প্রতিনিয়ত আপডেট করতে হবে।
৬। ফাইলব্যপী গুড পার্টি/ ব্যড পার্টি/ পুলিশ কেস/ কাস্টমস/ লিগ্যল সংক্রান্ত যাবতীয় সবকিছু আপডেট আছে কি না দেখতে হবে। এধরণের ফাইলগুলোর প্রতি সুনিবিড় নজর রাখতে হবে।
৭। ব্রাঞ্চে আগত নতুন অফিসারদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। প্রতিনিয়ত কো-অর্ডিনেশন মিটিং এ কেস-স্টাডি টাইপ এর প্রশ্ন-উত্তর এর মাধ্যমে সকল অফিসারদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে।
৮। ৪+ ফাইলগুলোর চেক ডিজওনার হয়েছে কিনা তা দেখতে হবে।
৯। গাড়ি সিজ করার পূর্বে কোম্পানীর নিয়মানুযায়ী সিজ-প্রসিডিউর ঠিক আছে কিনা তা যাচাই বাছাই করে দেখতে হবে।
১০। যেকোন ফাইলের ডিসিশন/ক্লোজিং এর ক্ষেত্রে ব্রাঞ্চ থেকেই সকল সিদ্ধান্ত দেয়ার মত দক্ষতা অর্জন করতে হবে। প্রয়োজনে হেড অফিসের সাহায্য নেয়া যেতে পারে।
নিজের স্বার্থে, শ্রদ্ধেয় উর্ধ্বতন কর্মকর্তাগণের সন্তুষ্টির লক্ষে এবং বন্ধুবর সহকর্মীদের নিরবিচ্ছিন্ন সহায়তায় তথা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের নিমিত্তে আমাদের সবাইকে দলবদ্ধভাবে একই লক্ষে স্থির থেকে মনযোগের সাথে সকল কাজ সুষ্ঠুভাবে নিষ্ঠার সাথে করতে হবে। তবেই আমরা আমাদের অভীষ্ট লক্ষে পৌছাতে পারবো ইনশা-আল্লাহ।
_________________________________
মোঃ আব্দুল মাজেদ, সিবিও, অপারেটিং ডিভিশন
আমি পড়েছি এবং বুঝেছি
Username
Password
Remember me
Remember password
changepassword
Forgot your password?
Forgot your password
If you need a new password, enter your email and the password will be sent to you.
Email:
Support Note
If you need support while using the application, please send email to:
support@nitolniloy.com
informing your need.
For internal users please contact to IT division for help.
Hotline - (8802) 9887074-6, 9898770
Fax- (8802) 9883121, 9887072
Instructions
This site is optimized for 1200X800 resolution. And will work fine in Internet Explorer 5.5 or latest version of IE.
This applicatiion runs on Javascript and Cookies. So your browser needs to be JavaScript and Cookies enabled.
@2017
Nitol Niloy Group
. All rights reserved. Design and developed by IT division.